ছাত্রমৈত্রী সাতক্ষীরা শাখার দ্বিতীয় ধাপে গর্ভবতী মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা পরিস্থিতিতে ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দ্বিতীয় ধাপে গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুন দুপুরে তালা উপজেলার-সদর, ধানদিয়া, খলিশখালি, সরুলিয়া ও মাগুরা ইউনিয়নে মোট ৫০ জন অস্বচ্ছল গর্ভবতী মায়েদের উপহার প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর। কর্মসূচি সফলে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার, সহ-সভাপতি হেলাল উদ্দিন,সহ-সভাপতি বেলাল হোসেনসহ ছিলেন জেলা কমিটির সদস্য অর্পণ সাম্য, রুবিনা পারভীন রুমি প্রমুখ। যেহেতু অনেক গর্ভবতী মা পুষ্টিকর খাবার খাওয়া থেকে বি ত হচ্ছে তাই সাতক্ষীরা জেলা মৈত্রী বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছে।
এবারের প্যাকেজে রয়েছে , ৬ টি ডিম, ১ লি. দুধ, ২০ টি খোরমা, ৪ টি লেবু, ১ প্যাকেট বাদাম,২ টি কলা, ২ টি স্যালাইন,২ টি মাস্ক,১ টি সাবান, ১ টি লিফলেট।
উল্লেখ্য: বাংলাদেশ ছাত্র মৈত্রী, সাতক্ষীরা জেলার গৃহীত কর্মসুচি “করোনাকালীন দুঃসময়ে গর্ভবতী মায়েদের উপহার প্রদান” অর্থাৎ এই অভাব অনটনে যেন গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবার থেকে বি ত না হয় সেই লক্ষে ইতিমধ্যে ক্ষুদ্র প্রয়াসের যাত্রা শুরু হয়েছিলো সাতক্ষীরা সদর উপজেলার উপহার প্রদানের মাধ্যমে এবং এই ভয়াবহ সময়ে গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু নির্দেশনা প্রদান করাও হয়েছিলো।