কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নিরাপদ দূরত্ব রেখে শিক্ষকদের সভা অনুষ্ঠিত
আজ রোববার বেলা ১১টায় স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সম্মানিত শিক্ষককে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করার আহবান জানানো হয়। এ বিষয়ে শিক্ষকদের যথাযথ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মোঃ মশিউর রহমান, নাছরিন সুলতানা, মোঃ আনারুল ইসলাম, মোঃ তজিবুর রহমান, মোঃ সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল ও দেবাশীষ সরদার। প্রধান শিক্ষক এসময় সম্মানিত শিক্ষকদের বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান। সেই সাথে বিভিন্ন মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের সংসদ টিভিসহ বিভিন্ন চ্যানেল ও অনলাইনে প্রচারিত ক্লাসগুলো দেখার বিষয়ে পরামর্শ দেয়ার আহবান জানানো হয়। শিক্ষকদের ওই সভা থেকে সদাশয় সরকারের কাছে ঘূর্ণিঝড় আম্ফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারের জোর দাবি জানানো হয়। বিদ্যালয়টি সংস্কারের ব্যাপারে তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষকমণ্ডলী।
Please follow and like us: