অভিনেতা সুশান্ত রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার
ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিংহ রাজপুতকে। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার দেহ উদ্ধার করা হয়।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, রোববার সকালে সুশান্ত সিং রাজপুতের বাড়ির এক কর্মচারী থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রাখেন ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের ক্ষুধা মিটিয়েছেন তিনি। ‘ছিছোড়ে’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন তিনি। নাচও শেখেন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি।ৃ