শহরে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ইজিবাইক শোরুমে ৬ লাখ টাকার মালামাল চুরি
সাতক্ষীরা শহরে নৈশ প্রহরীকে বেঁধে রেখে শার্টারের তালা ভেঙে ইজিবাইকের এক শোরুমে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময় ওই শোরুম থেকে ইজিবাইকের ৭০টি ব্যাটারী, একটি কপি ম্যাশিনসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার ভোর রাত আড়াইটার দিকে শহরের আটপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটপুকুর এলাকার হাবিব ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। এরপর ভোর রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল হামিদ তার বাড়িতে যেয়ে জানান যে নৈশপ্রহরী রওশানকে বেঁধে রেখে এক দল চোর তার শোরুমের শার্টারের তালা ভেঙে ভিতরে ঢুকে টেবিলের ড্রয়ার ভাঙচুর করে। এরপর ইজিবাইকে ব্যবহারের জন্য নতুন ২৫টি ও পুরাতন ৪৭টি ব্যাটারি লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়াও ২৫ হাজার টাকা মূল্যের একটি কপি মেশিনসহ ইজি বাইকের বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে যায়। চোরেরা এ সময় তার মোট ছয় লাখ টাকার মালামালাল নিয়ে গেছে বলে তিনি আরো জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওই মার্কেটের নৈশ প্রহরী রওশান আলীকে সকালে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় ওই ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।