প্যারা —অভিষেক রায়
প্যারা
—অভিষেক রায়
জিবনের এতো প্যারা
রাতের বেলা ইনসোমনিয়া
এই পৃথিবী যখন ঘুমায়,
কষ্টগুলো প্রাণ ফিরেপায়
অসময়ে ঘুমের প্যারায়
সংসারেতে মোন বসেনা
ইদানীং আগের মতো প্যারা দিলে সইতে পারিনা
দিন গেলে প্যারা বাড়ে মোন পাড়ায় পাষাণ জমে,
নাছোড়বান্দা বিষাদ স্মৃতি বারে বারে
পিছু ডাকে হারিয়ে ভুলের মেলায়
প্যারা লাগে নাগরদোলায়।
দুঃস্বপ্নের বর্ণমালায়
ডাইরি পাতায় কলম কাঁদায়,
ভালোবাসার সুখ-অমৃত
কাঙালের ভাগ্যে জটেনা ইদানীং আগের মতো
প্যারা নিলে জীবন বাঁচেনা।
Please follow and like us: