কালিগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) বেলা ৫ টার দিকে উপজেলা মোমরেজপুর এলাকায়। বর্তমানে তার অবস্থা আশঙ্ক্ষাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে সংবাদকর্মী হাবিবুল্ল্যাহ’র সাথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মাদকাসক্ত হারুন- অর রশিদ’র (২৭) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
এরই সূত্রধরে শনিবার বিকেলে সংবাদকর্মী হাবিবুল্ল্যাহ পেশাগত দায়িত্ব পালনের জন্য কালিগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে হারুন অর রশিদ, তার দুই ছোট ভাই হুমায়ূন কবির সাহেব (২০) ও আল-আমিন (১৮) সংঘবদ্ধভাবে হাবিবুল্ল্যাহ’র গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মৃতভেবে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়রা আশঙ্ক্ষাজনক অবস্থায় সংবাদকর্মী হাবিবুল্ল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, হাবিবুল্ল্যাহ’র বাঁ চোখ ও মাথা মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়েছে। চোখ দিয়ে রক্ত ঝরছে। সেজন্য উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।