সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
ঘূর্ণিঝড় আম্পানের কারণে ভাঙ্গন কবলিত গাবুরা ইউনিয়নে শুক্রবার বিকাল চারটায় ভাঙ্গন কবলিত দুর্গত মানুষের মাঝে মুন্সিগঞ্জ সুন্দরবন বনজীবীদ উন্নয়ন সংস্থার উদ্যোগে আমেরিকার দি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর জেসন কংসের অর্থায়নে প্রথম পর্যায়ে ১০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম চিনি , ৫০০ গ্রাম মুড়ি, এক প্যাকেট সেমাই, একটা সাবান, খাওয়ার স্যালাইন সহ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এই ত্রাণ সামগ্রী বিতরণ ভাঙ্গনকবলিত বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিলাল হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধি মাছুম বিল্লাহ, মুন্সিগঞ্জ সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার সদস্য সচিব আলম সরদার, গাবুরা রক্তদান সংস্থার হুদা মালি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Please follow and like us: