সদরের আগরদাড়ী ইউনিয়ন ভুমিহীন সমিতির কমিটি গঠন
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন ভুমিহীন সমিতির কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে কদমতলা বাজাস্থ হাসান মার্কেটে দ্বিতীয় তলায় আগরদাড়ী ইউনিয়ন ভুমিহীন সমিতির কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেলিম হোসেনের সভাপতিত্বে অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,। বক্তরা বলেন ভুমিহীনদের অধিকার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও সরকারী খাস জমি ভুমিহীনদের অধিকার আমলান্ত্রিক কারনে বাস্তবায়ন হয়নি, তবে হাজার হাজার বিঘা খাস জমি ভুমিদৃস্যদের দখলে। আম্পান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থ ভুভিহীনদের সঠিক ভাবে তালিকা হয়নি, এমনকি করোনায় সরকারী প্রচুর সাহায্যে দিলেও ভুমিহীনরা বি ত। বক্তরা আরও বলেন সরকারী ২৫০০ টাকার তালিকা সঠিক হয়নি। নায্যে অধিকার থেকে ভুমিহীনরা বি ত হচ্ছে। আম্পান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থ মাঝে রেটক্রেস্টের প্রচুর সামগ্রী আসলেও সেসব সামগ্রী থেকে ভুমিহীনরা বি ত বলে বক্তরা বলেন।
এছাড়াও বক্তব্য রাখেন জিললুর রহমান, আবুল কালাম। এসময় কবির হোসেন, সরোয়ার হোসেন, ফরিদ মোল্লা, আবুল কালাম আজাদ খোকন, সোহেল, আজান আলিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সকলের সর্বসম্মতি ক্রমে সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জিললু রহমান, সহ-সভাপতি আবুল কালামসহ ২১ সদস্য আগরদাড়ী ইউনিয়ন ভুমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।