শ্রীউলায় ভাঙ্গন কবলিত সড়কের উপর সাঁকো নির্মান
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে নদীর বাঁধ ভেঙ্গে কবলিত সড়কের উপর সাঁকো নির্মান করে পথচারীদের উপকারে নেমেছেন জনৈক ব্যক্তি।
সুপার সাইক্লোন আম্ফানে পাউবোর ভেড়ী বাঁধ ভেঙ্গে শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের অনেক গ্রাম, খাল বিল, পথঘাট, ঘরবাড়ি ও মৎস্য ঘেরে প্লাবিত হয়ে গেছে। প্রতিদিনি জোয়ারের পানিতে এলাকা টইটম্বুর করছে। আশাশুনি-কোলা সড়কের (মেইন রোড) পানিতে তলিয়ে থাকায় পথচারী চলাচল অসম্ভব ও কষ্টকর হয়ে পড়েছে। মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন কলিমাখালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সবুর সরদার। তিনি নিজের অর্থ ব্যয় করে গ্রামের তরুন ও যুব সমাজের উদ্যোগে সড়কের উপর বাঁশ ও গাছ দিয়ে মানুষের যাতয়াতের জন্য সাঁকো নির্মানের মহতী কাজ সম্পন্ন করেছেন। ফলে মানুষ এখন সহজে সড়কের উপরের পানি পার হয়ে যাতয়াত করতে পারছেন।
Please follow and like us: