শ্যামনগরের কৈখালীতে বেড়িবাঁধের ব্লক তুলে পুকুরের সিঁড়ি নির্মান
শ্যামনগরের কৈখালীতে ওয়াপদার বেড়িবাঁধের ব্লক দিয়ে পুকুরের ঘাট নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে যে, সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনন্থ ০৫ নং পোল্ডারের কৈখালীতে ইউনিয়নের জয়াখালী থেকে শৈলখালী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লক দিয়ে ব্যক্তি মালিকানার পুকুরের ঘাট নির্মান করছে কিছু কতিপয় স্বার্থনৈশি মহল। সরজমিনে গিয়ে দেখা গেছে, বেঁড়ীবাঁধ থেকে ব্লক তুলে প্রায় প্রতিটি বাড়ীর পুকুরের ঘাট তৈরীর জন্য পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লক দিয়ে পুকুরের ঘাট তৈরি করেছে। তবে এলাকার কিছু সচেতন মহল এই নিয়ে প্রতিবাদ করলে তাদের সাথে বিবেদ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, কৈখালী একটি দ্বীপ এলাকা। বাংলাদেশের শেষ প্রান্ত ভারতের বর্ডার। এই ইউনিয়নটির দক্ষিন, পশ্চিমে কালুন্দী নদী। প্রতিনিয়ত এই নদীর ভাঙ্গনে ওয়াপদার বেঁড়ীবাঁধ নদীর গর্ভে চলে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের অভাবে। আর এর মাঝে কিছু কুচক্রি মহল দিনের পর দিন ভাঙ্গনকূল থেকে ব্লক উঠিয়ে পুকুরের সিড়ির কাজে ব্যবহার করছে। এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আমরা প্রতিবাদ করতে গেলে একুই এলাকায় এক সাথে আর উঠাবসা হবে না। আমরা শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা ঘটনাস্থালে এসে ছবি উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু এর কোন সূরাহো হয়নি।
ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, এলাকার কিছু মানুষ আছে যারা এমনটা করছে। তবে আমি তাদের নিষেধ করেছি। আর যাতে এমনটা না করে।
তবে শ্যামনগরের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সোহেল রানা বলেন, আমি আমার অফিসের ষ্ট্যাফকে বিষয়টি তদন্ত করতে পাঠিয়েছিলাম কিন্তু যারা পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লোক দিয়ে পুকুরের ঘাট তৈরি করেছে তারা জানিয়েছেন, নতুন ব্লোক তৈরির সময়ে টেষ্ট করে যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই গুলো তারা পুকুরের ঘাট তৈরির কাজে ব্যবহার করেছে। তবে এমন ধরনের কাজের ভিটিও পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।