যে কোন জাতীয় দূযোর্গ মোকাবেলায় সরকারি নির্দেশনায় কাজ করতে প্রস্তুত সেনা বাহিনী-সাতক্ষীরায় সেনা প্রধান
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের জন্য সাতক্ষীরায় এসেছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ।তিনি আজ সকাল ১১ টায় হেলিক্যপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে অবতরণ করেন।পরে সাতক্ষীরা সার্কেট হাউজে অবস্থান করে সংবাদ সম্মেলন করেন।
https://www.facebook.com/1097067257079185/videos/393103201589449
সংবাদ সম্মেলনে তিনি বলেন,যে কোন জাতীয় দূযোর্গ মোকাবেলায় সরকারি নির্দেশনায় কাজ করতে প্রস্তুত সেনা বাহিনী।তিনি আরো বলেন,আম্পান আঘাত হানার পর দিন আমরা এখানে চলে এসেছি ।আমরা ১৬ টা ওয়াটার টিটমেন্ট প্লান্ট নিয়ে এসেছি।তার থেকে আমার ৩ টা প্রতিস্থাপন করেছি ।এখনো আমাদের কাছে ১৩ টা ওয়াটার টিটমেন্ট প্লান্ট আছে।কোন জায়গায় যদি এটার দরকার হয় তাহলে সেখানে আমরা ওয়াটার টিটমেন্ট প্লান্ট দিবো।২১ তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় সাড়ে শ এর বেশি ঘর আমরা মেরামোত করে দিয়েছি।আমার আমাদের নিজস্ব তহবিল থেকে প্রায় ১০ হাজারের ও বেশি মানুষকে ত্রাণ দিয়েছি।এখন সবচেয়ে প্রয়োজন চিকিৎসা সেবা । আর আমরা সেটাও দিয়ে যাচ্চি। এবং আগামী একমাস ব্যাপী সারাদেশে গর্ভবতী মা দের চিকিৎসা সেবা দেওয়া হবে।
বাঁধ সম্পর্কে তিনি বলেন,সরকার স্থায়ীভাবে সব বাঁধগুলো সংস্কার করার পরিকল্পনা করেছেন।আর এই বাঁধ সংস্কারের দায়িত্ব যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা নিতে প্রস্তুত আছি।
লকডাউন সম্পর্কে তিনি বলেন,এটার দায়িত্ব স্থানীয় প্রশাসনের । তারা যেটা করবে সেটা হবে । তবে এ ক্ষেত্রে সেনা বাহিনীর কোন সাহায্য দরকার হলে সেটা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন,ব্রিগ্রেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক, ব্রিগ্রেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, ব্রিগ্রেডিয়ার জেনারেল কর্ণেল সাঈদ আনোয়ার মোহাম্মাদ,কর্ণেল মো: আনারুল ইসলাম,কর্ণেল এম এম ইমরুল হাসান,ক্যাপ্টেন মো: আব্দুর রহমান প্রমূখ।আরো উপস্থিত ছিলেন,ইলেকট্রনিস্ক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে তিনি ঘূর্ণিঝড় আম্পনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গেছেন।