করোনা ভাইরাস সংক্রমন রোধে কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনে কর্মশালা
সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইফার কলারোয়া কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা প্রচার কেন্দ্রের ইফার, এফএস, কেয়ারটেকার ও অন্যান্য শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের কলারোয়া শাখার ফিল্ড সুপারভাইজার মুহা. আসাদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন-উপজেলা ইসলামিক ফাইন্ডেশনের সাধারণ কেয়ার টেকার এরশাদ আলী, মহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম। উল্লেখ্য-কর্মশালায় বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলারোয়া উপজেলার সকল মসজিদে নিয়মিত ভাবে মাইকে প্রচারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এর নির্দেশক্রমে ইসলামিক ফাউন্ডেশন কে নির্দেশ প্রদান করা হয়েছে। সে অনুযায়ী কলারোয়া উপজেলার সকল ইউনিয়নের ইফার, এফএস, কেয়ারটেকার ও অন্যান্য শিক্ষকবৃন্দদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।