তালায় হাঁসে ধান খাওয়া কে কেন্দ্র করে মারপিট ,আহত ৫
সাতক্ষীরা জেলা তালা উপজেলার, তেঁতুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে, হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে, মারপিটে আহত হয়েছেন ৫ জন, গত মঙ্গলবার( ৯ই জুন ) রাতে আনুমানিক ৯ টার সময় ঘটনাটি ঘটেছে।
আহত রা হলেন একই গ্রামের ১, আবুল শেখের পুত্র, আজারুল শেখ (৪০)২, রেজাউল শেখ (৫০)৩, মোঃ আমিনুর শেখ (৩৫) আজারুল শেখ এর স্ত্রী ৪, আমেনা বেগম (৩৫) আমিনুর শেখ পুত্র ৫, মেহেদি হাসান (২০) আহতদের মধ্যে, রেজাউল শেখ, আমিনুর শেখ, মেহেদি হাসান, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, এবং আজহারুল শেখ, ও আমেনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে, তাদেরকে পরদিন ১০-০৬-২০২০ তারিখ ,তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বিষয়টি হাসপাতাল সূত্রে জানা গেছে।
হামলাকারীরা হলেন একই গ্রামের, ইয়াকুববার শেখের পুত্র, মোঃ সবুর শেখ (৪৫)ও আবু সাইদ সেখ, মৃত মকবুল শেখের পুত্র কালু শেখ (৫৪) ও নাজমুল শেখ (৩৪)।
এলাকা সূত্রে জানা ঘটনার দিন দুপুরে হামলাকারীদের ধান প্রতিপক্ষরা। হাঁসে (🦆) খেয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে আহতরা জানান, বিভিন্ন কারণে অকারণে আমাদেরকে ইতিপূর্বেও কয়েকবার মারধর করেছে, এবং গতকাল সামান্য হাঁসে ধান খেয়ে যাওয়াকে কেন্দ্র করে বেদম মারপিট করেছে।
বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে হামলাকারীদের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায় নাই , হামলাকারীর সবুর শেখের স্ত্রী কোহিনুর বেগম ও আবু সাঈদ এর ইস্ত্রী রাজিয়া সুলতানা, বিষয়টি নিশ্চিত করে জানান,ওদের হাঁসে আমাদের ধান খেয়ে গিয়েছিল কথাকাটাকাটির একপর্যায়ে রাতে আমার স্বামী বাড়িতে আসার পর ওদের সঙ্গে মারামারি হয়েছে।
প্রতিবেশী হোসেন শেখের পুত্র,তকব্বার শেখ, রেজাউল শেখ এর স্ত্রী হালিমা বেগম। আমিনুর শেখ এর স্ত্রী রেবেকা বেগম, জানানগতকাল হাঁসে ধান খাওয়া কে কেন্দ্র করে ওদের সঙ্গে ঝগড়া হয়েছে এবং মারপিট হয়েছে, শুনেছি ওরা হসপিটালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ডাক্তার দেলোয়ার হোসেন সোনার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনিনি হাসপাতালে কখন ভর্তি হয়েছে এই বিষয়ে কিছু জানিনা তবে, বিস্তারিত জানার পর আপনাদেরকে জানাতে পারবো।
ভুক্তভোগীরা হামলাকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে কিনা , সে বিষয়ে অফিসার ইনচার্জ তালা মেহেদী রাসেল এর কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: