কলারোয়ায় র্যাবের অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী গ্রেফতার
সাতক্ষীরার কলারোয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব-৬)অভিযানে মো. ফারুক হোসেন (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।এসময় তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
সোমবার(০৮ জুন) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রাম থেকে মাদকসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত ফারুক উপজেলার কাকডাঙ্গা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরার (সিপিসি-১)সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলার কাকডাঙ্গা গ্রামস্থ জনৈক আবু তাহেরের বাড়ির পিছনে পূর্ব পাশে ইটের রাস্তার উপর হতে মো. ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৬।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে।তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।