মধুমল্লার ডাঙ্গী উন্নয়ন কমিটির উদ্যোগে পানি সরবরাহের জন্য ড্রেনেজ কাজের উদ্বোধন
মধুমল্লার ডাঙ্গী উন্নয়ন কমিটির উদ্যোগে পানি সরবরাহের জন্য ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কমিটির উদ্যোগে শহরের মধুমল্লার ডাঙ্গী এলাকার চক্ষু বিশেষজ্ঞ ডা: আব্দুর রহমানের বাড়ির সামনে থেকে মৎস্য কর্মকর্তা হাকিমের বাড়ি পর্যন্ত এ ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মধুমল্লার ডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে: (অব:) মীর রিয়াছাত আলী, আলহাজ্ব মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আনছারুজ্জামান, আব্দুল জলিল পেশকার, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, যশোর জোন সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ আব্দুস সেলিম, তালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সংগঠনের উপদেষ্টা মোঃ আবু তালেব, ব্যাংকার মোঃ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, বর্ষা মৌসুম সহ সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় অবহেলিত অত্র এলাকার রাস্তাঘাট। পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় এলাকার উন্নয়ন কমিটির পক্ষ থেকে পানি সরবরাহের জন্য ড্রেনেজ কাজের কার্যক্রম শুরু করা হয়। যাতে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। উক্ত কাজ সম্পন্ন করতে পৌর মেয়রসহ এলাকার বিত্তবানদের প্রতি আহবান জানান এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।