তালার খলিষখালীতে সর্বপ্রথম কোভিট-১৯ এর নমুনা সংগ্রহ শুরু
তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে কোভিট-১৯ সন্দেহের নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। বরিবার (৭জুন)সকাল ১১টায় খলিষখালী ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার কল্যান কেন্দ্রে এ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়। তালা উপজেলার ল্যাবটেকনেশিনায় সাবরিনা ইয়াসমিন সর্বমোট ১৯জনের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউপি আই টেকনজলিষ্ট সাইদুর রহমান, উপজেলা সেনিটারি ইনসপেক্টর শরীফ আব্দুল মতিন, ইউনিয়ন সাস্থ্য সহকারি সাধনা রানী দাশ, রঘুনাথ সরকার প্রমূথ।
খলিষখালী ইউনিয়ন স্বাস্থ্যপরিদর্শক শহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক আজ সর্বপ্রথম খলিষখালীতে কোভিট-১৯ এর পরিক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। আমারা এলকার সকল সন্দিগ্ধ ব্যাক্তি বাড়িতে গিয়েও নমুনা সংগ্রহ করে আসছি। মানুষে যে কোন স্বাস্থ্য সুরোক্ষায় আমরা সবসময় পাশে আছি। জরুরী প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। পরিশেষে তিনি বলেন আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে। সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
Please follow and like us: