ভেটখালী বাজারে জীবাণুনাশক স্প্রে, নতুন করে বাজারে আমুল পরিবর্তন
শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ইজারাদার কর্তৃক জীবাণুনাশক স্প্রে, নতুন করে বাজারে পরিবেশসৃষ্টি। গতকাল ৩ই জুন ২০২০ তারিখে সকাল ১০ টা ও বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার জনাব আব্দুল হাই সিদ্দিক এর নির্দেশক্রমে ভেটখালী বাজারে করোনা ভাইরাস সংক্রমনে ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। জীবাণুনাশক স্প্রে ছিটানোকালে উপস্তিত ছিলেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্ল্যাহ আল-মামুন সহ ইজারাদার।
ইজারাদার বলেন, ভেটখালী বাজারকে পরিস্কার পরিছন্ন রাখার চেষ্টা করছি এবং বাজারে উপস্তিত দোকান্দার ও ক্রেতাদের সব সময় সচেতন মূলক নির্দেশ দিয়ে আসছি। অপ্রয়োজনে বাজারে না থাকার বিষয়েও প্রচার ও মুখে মাস্ক পরে বাজারে আসার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়। এমন ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
এই জীবাণুনাশক স্প্রে ছিটানোই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এবং তারা বলেন, বাজারে ইজারাদারের এমন ধরনের কার্যক্রম এর আগে দেখিনি। সাধারণ জনগন এই করোনা ভাইরাস্ সংক্রমন ও ডেঙ্গু প্রতিরোধের কর্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
Please follow and like us: