ডুমুরিয়া প্রেসক্লাব থেকে এম এ এরশাদকে সাময়িক বহিস্কার
ডুমুরিয়া প্রেসক্লাব পরিপন্থি কার্যকালাপের সাথে জড়িত থাকার অভিযোগে এম এরশাদকে ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্যপদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় প্রেসক্লাব ভবনে তলবি সাধারণ সভায় উপস্হিত ২২ জন সদস্যের সর্ব সম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ বুধবার ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এক জরুরী সাধারণ তলবি সভায় শেখ মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, বিলায়েত হোসেন, এস এম ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠোনিক সম্পাদক সাব্বির খান ডালিম, দপ্তর সম্পাদক সুজিত মল্লিক, উদয় চক্রবর্তী, শেখ জাহিদুর রহমান বিপ্লব, আশরাফুল আলম, অরুন দেবনাথ, ইলিয়াসহোসাইন, আব্দুর রশিদ এলিন, মাহাবুবুর রহমান, শেখ হাবিবুর রহমান, এনামুল বাসার টিটো, এস রফিক, আব্দুর রশিদ বাচ্চু, আব্দুল মজিদ, আতিয়ার রহমান বদিয়ার, বাবুল আক্তার প্রমুখ।
Please follow and like us: