বিনাতিল-২ এর বীজ ব্যবহার করলে অধিক ফলনে কৃষক হবে লাভবান ,কৃষিবিদ নুরুল

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় সদরের বিনেরপোতা এলাকার মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট’র আয়োজনে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান’র সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাতিল-২ পানি ও লবণাক্ততা সইতে পারে এবং এর ফলন বেশি হয়। কৃষকরা যদি বিনা উদ্ধাবিত উচ্চ ফলনশীল বিনাতিল-২ এর বীজ ব্যবহার করলে অধিক ফলনে লাভবান হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, এআরই বিভাগ বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ প্রমুখ। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর বৈশিষ্ট সম্পর্কে কৃষক-কৃষাণীদের ধারনা দেয়া হয়- বিনা তিল স্বল্প জীবনকাল, লবণাক্ততা সহনশীল, উচ্চ ফলনশীল, বীজের রং কালো, তেলের পরিমান বেশী-৪৫-৪৮%, মধ্যম আকারে জলাবদ্ধতা সহনশীল। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)