করোনাভাইরাসে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭১) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বিভিন্ন বয়সের বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় এক বৃদ্ধ মারা গেছেন।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী ক্যাম্পে আছেন। তাদের সংখ্যা ১০ লাখের বেশি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে।