আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ভ্রাম্যমান আদালত
করোনা ভাইরাস থেকে রক্ষার্থে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে আশাশুনি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদালত পরিচালনা করা হয়।
আশাশুনি উপজেলা সদর ইউনিয়ন ও বুধহাটা ইউনিয়নে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনকালে মাস্ক না পরায় দোষী ব্যক্তিদের জরিমানা করা হয়। সবাইকে মাস্ক পরে বাইরে বের হতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক দোকানে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাফস ব্যবহার করতে হবে। এসব প্রচার ও মানুষকে সুরক্ষা ও সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করতে ব্যাপক তৎপরতা চালান হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
Please follow and like us: