সাতক্ষীরার সদরে আরো একজন করোনা শনাক্ত, জেলায় মোট করোনা আক্রান্ত ৪৬
সাতক্ষীরায় আরো একজন করোনা শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এ রিপোর্ট জানানো হয়। এ নিয়ে জেলাায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ জন।
করোনা আক্রান্তের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে সোহাগের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় তার বাড়ি লক ডাউন করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
Please follow and like us: