এসএসসি’র অকৃতকার্যে মারা গেলো কলারোয়া পানিকাউরিয়া হাইস্কুলের মেধাবী ছাত্র
সদ্য প্রকাশিত এসএসসিতে অকৃতকার্যের খবরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলো কলারোয়া পানিকাউরিয়া হাইস্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র দেলোয়ার হোসেন জিকো(১৬)। ফলাফলে জানা যায় সে রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। জিকো যশোরের ঝিকরগাছা উপজেলার ছোটখলসী গ্রামের রেজাউল ইসলামের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায় রোববার প্রকাশিত এসএসসি’র ফলাফলে সে ৫টি বিষয়ে এ+ পেলেও রসায়ন বিষয়ে ফেল অকৃতকার্য হয়।
স্কুলের আইসিটি শিক্ষক সাইফুল ইসলাম জানান, স্কুলের মেধাবী ছাত্র দেলোয়ার হোসেন জিকো ছাত্র হিসাবে মেধাবী ও বিনয়ী। সে ফেল করার যে কষ্ট সেই কষ্টের চাপ নিতে পারেনি। ফলাফল শুনার পর দুপুর ২টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্বজনরা তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রবিবার রাতেই নিহত ছাত্রের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মেধাবী শিক্ষার্থী জিকোর মৃত্যুতে স্কুলের শিক্ষক, সহপাঠী, আপনজনেরা শোকে মুহ্যমান।
Please follow and like us: