আম্ফান দুর্গতদের জন্য সাহায্য পাঠালো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরা
সাতক্ষীরা ও খুলনার আম্ফান দুর্গতদের জন্য জরুরি সাহায্য পাঠিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরা।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা(ডুসাস) এর পক্ষ থেকে সাতক্ষীরার আশাশুনি এবং খুলনার কয়রা উপজেলার আম্পান দুর্গত মানুষের জন্য সেখানে মানবিক সহযোগিতা কাজে নিয়োজিত সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক হিউম্যানিটি ফার্স্ট এর ইদ্রিস আলীর হাতে ১০ হাজার ওরস্যালাইন, ১০০ বোতল লিকুইড সাবান, একশ মাস্ক এবং অস্থায়ী শৌচাগার নির্মাণের জন্য নগদ ১১ হাজার টাকা তুলে দেয়া হয়।
আজ সোমবার দুপুরে সাতক্ষীরা জীবন বীমা কর্পোরেশন কার্যালয়ে ডুসাস সহ-সভাপতি শেখ রেফাজুর রহমান বিমান সভাপিতত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রভাষক ইদ্রিস আলীর হাতে এসকল সহায়তা উপকরণ তুলে দেন। এসময় হিউম্যানিটি ফার্স্ট এর পক্ষ থেকে ডুসাস এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অন্যদিকে তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে ডুসাস এর পক্ষ থেকে জানানো হয়।