আশাশুনির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা সিভিল সার্জন
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন।
ঘূর্ণিঝড় আম্ফানে বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দূর্দশাগ্রস্হ, পানি বন্দী মানুষের খোঁজ খবর নিতে তিনি সরেজমিনে উপস্থিত হন। এসময় তিনি এলাকার মানুষের সার্বিক খোঁজ খবর নেন। তাদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সিভিল সার্জন অফিসের এম ও ডিসি ডাঃ জয়ন্ত সরকার, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ক্যাশিয়ার মসিবুর রহমান, এইচ এ মোক্তারুজ্জামান স্বপন, সহঃ স্বাস্থ্য পরিদর্শক মইনুল হোসেন, এইচএ সাইফুল্লাহ কবীর ও সিএইচসিপি আলীমুন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।