দেশ বরেণ্য কাটুনিস্ট নজরুল ইসলামের মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টির শোক
দেশ বরেণ্য কাটুনিস্ট সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার সকালে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুলের ৬৪/৬৫ সালের পরীক্ষার্থী। ঢাকা চারুকলা থেকে স্নাতক, ‘৭১ এর পাকিস্তানি হানাদারের আক্রমণের শিকার হন। তিনি দেশ ও বিদেশের স্বনামখ্যাত কার্টুনিস্ট “নজরুল” হিসাবে পরিচিত।
তার মৃত্যুত গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, কমরেড অধ্যাপক সাবীর হোসেন, কমরেড প্রকৌশলী আবেদুর রহমান, কমরেড উপাধ্যক্ষ ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মাস্টার আব্দুর রউফ, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড অধ্যাপক রফিকুল ইসলাম, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল কুমার সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ।