ডুমুরিয়ায় তিন জন করোনা আক্রান্তের বাড়ি লকডাউন
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন মহোদয় এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের নির্দেশনায় ডুমুরিয়া উপজেলায় নতুন করে সনাক্ত থুকড়া,শাহপুর ও দক্ষিণ ডুমুরিয়ার তিনজন করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।
প্রাথমিকভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করে আরও সাতটিসহ মোট দশটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। এসময় করোনা আক্রান্ত এবং সংস্পর্শে আসা ব্যক্তিগণকে আশ্বস্ত করার পাশাপাশি কঠোরভাবে লকডাউন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম করোনা রোগীর সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিগণের নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডা. অমিত দাশ, মেডিকেল অফিসার,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টিম এবং ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।
উল্যেখ্য গত ২৬শে মে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ডুমুরিয়া অঞ্চলের ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয় । তাদের মধ্যে খুলনার ৩ জন, যশাের ও সাতক্ষীরার ২ জন করে আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৬০টি। এদের মধ্যে মোট ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে তিনজনই ডুমুরিয়া উপজেলার।
আক্রান্তরা হলেন- থুকড়া এলাকার ১৭ বছর বয়সী এক ছাত্র, শাহপুর এলাকার ৪০ বছর বয়সী চাকুরীজীবী ও দক্ষিণ ডুমুরিয়ার ২৪ বছর বয়সী এক ছাত্র। এছাড়া যশোর জেলার অভয়নগর উপজেলার একজন ও সাতক্ষীরা জেলার একজন রয়েছেন।
Please follow and like us: