ডা. রুহুল হক এমপির নির্দেশে সেচ্ছায় বেঁড়িবাধ মেরামতের নেতৃত্ব দিলেন নাঈম
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক এমপির নির্দেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকায় ইছামতি নদীর বেঁড়িবাধের দীর্ঘ ভাঙন মেরামতে নেতৃত্ব দিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম।
এসময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাঁধ মেরামতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন।
কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম বলেন- দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির নির্দেশে ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের দিক নির্দেশনায় কালিগঞ্জের ভাড়াশিমলার খারহাট এলাকায় বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ইছামতি নদীর বেঁড়িবাধের দীর্ঘ ভাঙন আমরা যুবলীগের নেতাকর্মীরাসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেচ্ছায় মেরামতের কাজ করেছি।