ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের পাশে সৈয়দ আমিনুর রহমান বাবু
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ এবং করোনা প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারের মাঝে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণে সহায়তার আশ্বাস দেন যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ইতোমধ্যে শহর ও গ্রামের কর্মহীন, ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেস্তোরা শ্রমিক, সংবাদ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
Please follow and like us: