আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ট্যাংক প্রদান
ঘূর্ণিঝড় আম্ফানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত ৩ টি পানির ট্যাংক নিচে পড়ে সম্পূর্ণ ভাবে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে পানি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পানির অচল অবস্থা সাময়িক নিরসনে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের পক্ষ থেকে পানির ট্যাংক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পানির ট্যাংক হস্তান্তর করা হয়। এক হাজার লিটার পানি ধারণ ক্ষমতার পানির ট্যাংক হস্তান্তর করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার ম-ল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেষ্ণা সরকার ট্যাংকটি গ্রহণ করেন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: