আশাশুনিতে মৎস্য ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনতাই
আশাশুনি উপজেলার খাজরায় এক মৎস্য ব্যবসায়ীকে মারপিট করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও ব্যবসায়ী খালিয়া গ্রামের মৃত নিখিল মন্ডলের পুত্র দিলীপ মন্ডল জানান, গত ২৩ মে সকালে কাপসন্ডা মৎস্য সেট থেকে মাছ বিক্রয় করে বাড়ি ফেরার পথে মৃত তহমান সরদারের পুত্র সোবহান সরদারের নেতৃত্বে ফারুক সরদার ও রোকন সরদারসহ ৪/৫জন সন্ত্রাসী স্টাইলে তার পথ রোধ করে মারপিট করে। তার চিৎকারে ছোট ভাই বিজন ও তার স্ত্রী শ্যামলী এগিয়ে গেলে তাদেরও মারপিট করে জখম ও শ্লীলতাহানী ঘটায়। এবং মাছ বিক্রায়ের ৫০হাজার টাকা ছিনতাই করে নেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
Please follow and like us: