সাতক্ষীরায় আকাশ মেঘাচ্ছন্ন, গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে
স্টাফ রিপোর্টার:
উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের কারণে সাতক্ষীরায় গতকাল রাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন পাশাপাশি গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। ইতি মধ্যে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারনে সাধারণ মানুষের জীবন যাত্রায় কিছুটা বিঘ্ন ঘটছে।
সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বায়ুচাপের তারতম্যের আধিখ্য’র কারণে উপকূল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং উপকূলীয়বর্তী এলাকায় ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও জানান, সৃষ্ট নিম্নচাপের ফলে আরও দুই থেকে তিনদিন সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি ও হালকা রোদের দেখা মিলতে পারে, পাশপাশি ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তবে প্রবল বৃষ্টি কোন সম্ভাবনা নেই।