দেশের উপকূলে আঘাত হেনেছে আম্ফান, থাকবে ৪ ঘণ্টা
অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে। বুধবার বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। পুরোপুরি বাংলাদেশ অতিক্রম করতে চার ঘণ্টা সময় লাগবে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে আম্ফান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৯ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
Please follow and like us: