কলারোয়ায় মাজেদুলের স্ত্রী মিম করোনায় আক্রান্ত
কলারোয়ার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মাজেদুলের সহধর্মিণী মিম (২২) এর নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসায় স্বামী-স্ত্রী দু’জনই এখন করোনা আক্রান্ত।
বুধবার দুপুরে এ তথ্য জানান সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তের নাম মিম(২২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দাড়কি গ্রামের সম্প্রতি করোনায় আক্রান্ত মাজেদুল ইসলামের স্ত্রী।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ১৬ মে উপজেলার দাড়কী গ্রামের মাজেদুলের করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পরদিন ১৭ মে সংশ্লিষ্ট এলাকার ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। যার মধ্যে মাজেদুলের পরিবার সংশ্লিষ্ট ছিলো ১৩ জন। একইদিন ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনিসহ আরও ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি জানান, সেদিনে পাঠানো ২৪টি নমুনার মধ্যে ১টির রিপোর্ট আমরা পেয়েছি সেটি পজিটিভ এবং সেটিই হচ্ছে মাজেদুলের স্ত্রী মিম এর। আমরা ইতোমধ্যে তাঁদের করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই বর্তমানে ভালো আছেন।
এদিকে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম বলেন, মাজেদুল ইসলাম করোনায় আক্রান্ত হবার পর তার স্ত্রী মিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বুধবার দুপুর দুইটার দিকে রিপোর্ট আসে মিমের শরীরে করোনা পজিটিভ।
তিনি বলেন, মাজেদুল ইসলাম আক্রান্ত হবার পর থেকে তার স্ত্রী মিম আলাদা ঘরে আইসোলেশনে ছিলেন। তাদের দুই জনকে স্পেশাল কেয়ারে রাখা হচ্ছে।