লিডার্সের পক্ষ থেকে ১৬০০ পরিবারে সবজি বীজ ও জৈবসার বিতরণ শুরু
করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে লিডার্সের মাঠ পর্যায়ে সংগঠিত ৭৮ টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ১৬০০ পরিবারের জন্য সবজিবীজ ও জৈবসার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দলনেতাগন দলের সকল সদস্যের বীজ ও জৈবসার একত্রে গ্রহন করেছেন এবং তিনি তার দলের মধ্যে তালিকাভূক্ত সদস্যদেরকে তাদের নিদিষ্ট পরিমান বীজ ও সার প্রদান নিশ্চিত করবেন।
করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনের উপর জরুরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দাতাসংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়ন ও আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়ন এবং খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” আওতাধীন সর্বমোট ১৬০০ দরিদ্র কৃষক পরিবারে সবজিবীজ (ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টিকুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশা) ও জৈবসার বিতরণ করছে।