আশাশুনিতে আসা সেই করোনা রোগীর পরিবারসহ লকডাউনকৃত পরিবারের পাশে স্বাস্থ্য কর্মকর্তা
ঢাকা থেকে পালিয়ে আশাশুনিতে আসা করোনা পজিটিভ রোগির পরিবারসহ লকডাউনকৃত পরিবারের সহযোগিতা ও চিকিৎসা বিষয়ক খোজ খবর নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনকৃত বাড়িতে গমন করা হয়।
আশাশুনিবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিতি লাভকারী করোনা যুদ্ধের সম্মুখভাগের সৈনিক আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার দলবল নিয়ে বাড়িতে গমন করেন। বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে লকডাউনকৃত পরিবারের সার্বিক খোঁজ খবর, স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিতকরণ এবং ইফতার সামগ্রী ও ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি। পাশাপাশি আতংকিত না হয়ে সচেতন থেকে স্বাস্থ্য সেবার প্রয়োজন হলে যেকোন সময় স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া প্রাথমিক চিকিৎসা সেবা জনিত কতিপয় ওটিসি ড্রাগস সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এসময় স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক জি এম গোলাম মোস্তাফা এবং স্বাস্থ্য সহকারী (এসআই টি) মোক্তারুজ্জামান স্বপন তার সাথে ছিলেন।