চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখলো বিশ্ব
আরেকটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো করোনাভাইরাসে জর্জরিত ২০২০ সাল। বৃহস্পতিবারের আকাশে চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখলো বিশ্ব। মজার বিষয় হলো, দূরবীণ ছাড়াই এ দৃশ্য দেখা গেছে বিশ্বের কয়েকটি দেশ থেকে।
চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছে তখন বাংলাদেশে ভোর ছিল। যারা ১৪ মে সূর্য ওঠার এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠে দক্ষিণপূর্ব আকাশের দিকে তাকিয়েছেন, তাদের অনেকেই এই বিরল দৃশ্য দেখেছেন। নরওয়ে, সুইডেনসহ বেশ কয়েকটি দেশে রাতেই দেখা মিলেছে এ দৃশ্য।
আকাশে গ্রহ দুটিকে কাছাকাছি দেখা গেলেও আদতে চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটা দূরত্ব ছিল। এদিন পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করেছে চাঁদ। অন্যদিকে মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে ছিল।
আর্থ স্কাইয়ের তথ্য মতে, সাম্প্রতিক দিনগুলোতে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এখন রাতের আকাশে অষ্টম উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ। এর আগে ‘সোয়ান’ নামের একটি ধূমকেতুকে চাঁদের সঙ্গে দেখা গিয়েছিল।