কামালকাটিতে ঠিকাদারের ভেঁকু মেশিন আটকে রাখার অভিযোগ
আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামে নদী খনন কাজে দায়িত্বে থাকা সাব ঠিকাদারের একটি ভেকু মেশিন আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ফলে ঠিকাদার ক্ষতিগ্রস্ত ও বিপাকে পড়েছেন।
কামালকাটি নদী খনন কাজে সাব ঠিকাদার হিসাবে দায়িত্ব পালন করেন বরিশালের ফিরোজ তালুকদার। তিনি জানান, খাল খননের সময় মূল ঠিকাদারের ভাড়া করা অপর একটি ভেকু মেশিন দিয়ে যখন খনন কাজ করা হচ্ছিল, তখন চালকের অগোচরে জনৈক মহিলা খাল পার হয়ে সেখানে পৌছলে হঠাৎ করে ধাক্কা পায়। এতে তার একটি পা নষ্ট হয়ে যায়। ঠিকাদার তার চিকিৎসা ও সহায়তা বাবদ এক লক্ষ ২০ হাজার টাকা দিয়েছেন। মিমাংসার পর মেশিন কাজ শেষে অন্যাত্র চলে গেছে।
পরবর্তীতে স্থানীয় বিভূতি বিশ্বাস ও হারাধন বাছাড় তার (সাব ঠিকাদার ফিরোজ তালুকদারের) কাছে ষড়যন্ত্রমূলক ভাবে চাঁদা দাবী করেন। না পেয়ে ভেকু গাড়ী নিজের বাড়িতে নিয়ে আটকে রাখেন। তিনি (সাব ঠিকাদার) তার গাড়ী আটকে রাখায় ডিমারেজ গুণতে বাধ্য হচ্ছেন। এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযুক্তদের সাথে একাধিক ভাবে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।