আশাশুনির হাটবাজারে কড়া মনিটরিং শুরু
আশাশুনি উপজেলার সকল হাটবাজারে কাপড় ও জুতার দোকান বন্ধ রাখা ও নির্দিষ্ট সময়ের আগে ও পরে দোকান না খোলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান ও প্রচার চালান হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনামত উপজেলার সকল বাজারে কাপড়ের ও জুতার দোকান বন্ধ রাখার ঘোষণা সকল ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। সাথে সাথে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অন্য নিত্য প্রয়োজনীয় দোকান খুলে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাক্স ব্যবহার করাসহ বিভিন্ন নির্দেশনাবলী প্রচার করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে গমন করেন। বাজার মনিটরিং করেন ও নির্দেশ অমান্যকারীদের শেষ বারের মত সতর্ক করেন।