শ্যামনগরে অজ্ঞাত পুকুর থেকে সামাজিক বন বিভাগের চুরি করা গাছ উদ্ধার
সামাজিক বন বিভাগের চুরি হওয়া গাছ বুধবার রাত্রে উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল গাজীর বাড়ির সামনে অজ্ঞতা পুকুর থেকে চুরি করা বন বিভাগের ২০,৬০,১৪, ৪ নং সরকারি সিল মারা ৪ পিস বাবলা গাছ গাছ উদ্ধার করা হয়। বুলবুল ঝড়ের পরে সড়ক জনপদের রাস্তায় পড়ে থাকা সামাজিক বনায়নের গাছ নিলামে বিক্রি করা হয়। বিকৃত গাছ স্থানীয় আবুল কালাম গাইনের বাড়ির সামনে রাখা হলে। তিন থেকে চার মাস পূর্বে গাছের লড থেকে সাত পিস গাছ চুরি হয়ে যায়। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে জানান বন বিভাগ কর্মকর্তারা। তারপর থেকে বিভিন্ন গোপনীয়তার মাধ্যমে বুধবার রাতে ১টার দিকে কালাম গাইনের গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগকে খবর দিলে রাতেই চুরি করা গাছ উদ্ধার করে। কে বা কারা গাছটি চুরি করেছে জানতে চাইলে বন বিভাগের কর্মকর্তা পিরামিন ইসাক বলেন, হাতেনাতেে কাউকে আটক করা যায়নি। তদন্ত করে চোরকে বের করা হবে।
Please follow and like us: