সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নামছে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করতে হবে। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি সচল রাখতে সাতক্ষীরায় ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক এবং খোলা ছাতা ব্যবহার করতে হবে। ক্রেতাদের নিজ এলাকায় কেনাকাটা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের মাস্ক ও হ্যান্ডগ্লোবস ব্যবহার করতে হবে এবং ব্যবসায়ীরা নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে। আর এসকল কার্যক্রমে তিনভাগে বিভক্ত হয়ে মনিটরিং করবে জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকরা। তরুণদের দৃঢ় বিশ্বাস, আস্থা এবং মনোবলই আমাদের শক্তি।
আগামী ১৫ মে থেকে স্বেচ্ছাসেবকরা সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা এবং উপজেলা সীমান্ত এলাকা, মার্কেটসমূহ এবং ভ্রাম্যমাণ টিম হিসেবে জেলাব্যাপি কাজ করবে। জনসচেতনতার মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে বাধ্য করা হবে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পুলিশের সদস্যরা পদক্ষেপ গ্রহণ করবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাতক্ষীরা জেলাকে করোনামুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’ বুধবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের স ালনায় জেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন ।