কর্মহীন হওয়া স্বত্বেও নৌকার পক্ষে অবস্থান নেওয়ায় ত্রাণ না দেওয়ার অভিযোগ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া স্বত্বেও নৌকার পক্ষে অবস্থান নেওয়ায় ত্রাণ না দেওয়ার অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের এক সদস্যে বিরুদ্ধে। গতকাল হেলাতলা ইউনিয়নের ৪নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিশ্বাস এ অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
তিনি জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় ৪নং ওয়ার্ডের মেম্বর মোঃ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ৪/৫জন ব্যক্তি তাকে অবরুদ্ধ করে রাখে। প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। উক্ত মেম্বর যারা নৌকার পক্ষে কাজ করেছে তাদের নির্যাতন চালিয়ে আসছে। সম্পত্তি করোনা পরিস্থিতে কর্মহীন হওয়া স্বত্ত্বেও যারা নৌকার পক্ষে কাজ করেছে তাদের কোন প্রকার ত্রাণ না দিয়ে তালবাহানা করে যাচ্ছে। এমনকি ১০ টাকা কেজি দরের চালের কার্ডটিও বাতিল করে দিয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েও কোন লাভ হয়নি বলে জানান তিনি। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে ওই ইউপি সদস্য আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ভিজিডি কার্ড থাকায় এবং তার আার্থিক অবস্থা ভালো হওয়ায় তাকে ত্রাণ দেওয়া হয়নি।