ঈদের পর ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ছে

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩০ মে পর্যন্ত বাড়ছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ছয় দিনের সাধারণ ছুটি এবং আট দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এর মেয়াদ বাড়ছে ১৪ দিন।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই আগামীকাল ষষ্ঠ দফায় ছুটির প্রজ্ঞাপন জারি হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ মে শেষ হচ্ছে পঞ্চম দফা ছুটির মেয়াদ। ১৭ থেকে ২০ মে মোট চারদিন কর্মদিবস। ২১ মে পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২৪ থেকে ২৬ মে ঈদুল ফিতরের ছুটি। আবার ২৭ ও ২৮ মে দুইদিন কর্মদিবস। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)