বিভিন্ন দেশে ৪৯৮ বাংলাদেশিকে কেড়ে নিলো করোনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে অন্তত ৪৯৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। রোববার বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।
এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোববার আরো নয়জন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২৫০ জন বাংলাদেশি করোনায় সংক্রমণে মারা গেলেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত কয়েক দিনে মারা গেছেন নয়জন। এ নিয়ে কুয়েতে মারা গেলেন ১৭ জন বাংলাদেশি।
এছাড়া যুক্তরাজ্যে ১২৩, সৌদি আরবে ৬৫, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, সুইডেনে ২, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
এদিকে, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে রোববার পর্যন্ত ২২ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।