শহরে ত্রাণ পাওয়ার দাবিতে শ্রমিকদের মতবিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদণার অর্থ ও ত্রাণ পাওয়ার দাবিতে শহরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে রং পালিশ শ্রমিক ইউনিয়নের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন এর সভাপতি ফাইমুল হক কিসলু, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার মুনসুর রহমান, উপজেলা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, উপজেলা হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাচ্চু, উপজেলা টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস আলী, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের মোজাফ্ফার রহমান, উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদ হাফিজুল, উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায় প্রমূখ।
বক্তারা বলেন, প্রায় এক মাস ছুটি থাকায় জেলার ১৩টি অপ্রাতিষ্ঠানিক খাত এর আনুমানিক ১৫৩৪০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাদের এখন কোনো কাজ নেই, ব্যবসা নেই, ঘরে খাবার নেই; তবুও ওই শ্রমিকদের ওপর নির্ভরশীল তাদের পরিবারের প্রায় ১ লক্ষ মানুষ। এখন তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মাননীয় সরকার প্রধান ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদণার অর্থ ও ত্রাণ পাওয়ার দাবিতে গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে একটি স্মারকলিপি দিলেও তার কোনো সদুত্তর পায়নি শ্রমিকরা। অতিশীঘ্রই শ্রমিকদের বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকি এর মাধ্যমে প্রদানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।