প্রতাপনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধে ফাটল
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ধরেছে। বৃহৎ এ ফাঁটলের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রতাপনগর ইউনিয়নের একাধিক পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে ভাঙ্গন ও চরম ঝুঁকি দীর্ঘদিনের। প্রতি বছর কোন না কোন স্থানে ভাঙ্গনের ঘটনায় এলাকার মানুষ সর্বশান্ত হয়ে থাকে। এবছরও ইতিমধ্যে দু’টি পয়েন্টে ভাঙ্গনের ঘটনা ঘটেছে। রবিবার একই ভাবে ইউনিয়নের হরিষখালী ওয়াপদা বাঁধে ভাঙ্গন শুরু হয়। বাঁধের বিরাট অংশে একবারে মাঝ বরাবর ফেটে চৌচির হয়ে গেছে। জোয়ারের পানি ঢুকে গেলে ও পানির চাপে বাঁধটি ভেঙ্গে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন রক্ষার কাজ শুরু করেছেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ সাময়িক ব্যাপার। একে স্থায়ী বা দীর্ঘস্থায়ী করতে হলে সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে ব্যাপক কাজ করা প্রয়োজন বলে ভুক্তভোগিরা মনে করেন।