কলারোয়ায় সরকারি রাস্তার উপরে দো’তলা বিল্ডিং এর টয়লেটের হাউজ নির্মাণের অভিযোগ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মির্জাপুর ওয়ার্ডে সরকারি রাস্তা জবর দখল করে দো’তলা বিল্ডিং এর টয়লেটের হাউজ নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে ওয়ার্ডবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসে গণদরখাস্ত করেছে। অভিযোগ সূত্রে জানা যায়-মির্জাপর ওয়ার্ডের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী ওসমাণ আলী ওরফে হালা কাজী কলারোয়া পৌরসভার বিনা অনুমোদনে একটি দ্বিতলা ভবণ নির্মাণ শুরু করেছে। সেখানে তিনি বিল্ডিং নির্মানের সময় দ্বিতলা ভবণের গিয়ে কিছু অংশ বাড়িয়ে নিয়ে সরকারী রাস্তার উপরে পড়েছে।
এছাড়া সরকারি রাস্তার অর্ধেক অংশ দখল করে তিনি টয়লেটের হাউজ নির্মাণ শুরু করেছে। যাহাতে করে এলাকার সাধারণ মানুষ চলাচলে ব্যাপক ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামানের মা হাসিনা খাতুন জানান-ওয়ার্ডবাসীর প্রাণের দাবী হালা কাজীর বিল্ডিং অপসারণ ও টয়লেটের হাউজ নির্মাণ বন্ধ করে জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে গণদরখাস্ত দেয় হয়েছে। এবিষয়ে রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ জানান-তিনি একটি অভিযোগ পেয়েছেন। সাথে সাথে বিষয়টি মেয়র কলারোয়া পৌরসভাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।