কলারোয়ার চন্দনপুর কলেজ মোড়ে কৃষি বন্ধুবাজারে বিক্রয় শুরু
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কলেজ মোড়ে কৃষি পণ্যর বন্ধুবাজার শুরু হয়েছে। এই প্রতিদিন গ্রামগঞ্জ থেকে টাটকা কাচা তরি তরকারি সংগ্রহ করে এই বন্ধু বাজারে নিয়ে বিক্রয় করা হয়। বাজার ছাড়া ৮/১০টাকা কমে মালামাল বিক্রয় করা হচ্ছে। চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ২০১৩ শিক্ষার্থীদের উদ্দ্যাগে চালু করেন বন্ধু বাজার। আর এই বাজারটির পরিচলনা কমিটিতে রয়েছেন, আবুল বাশার, আসাদ, ছাব্বির, সোহান, আবু সাঈদ, নাহিদ, আরিনা, বন্ধুবাজার ২০১৩ সালে শিক্ষার্থী তাদের বেঁচাকেনার সব জমানো টাকা দিয়ে ইতিপূর্বে চন্দনপুর ৪০টি পরিবারের মাঝে ঈদের বাজার, লাচ্ছা সিমাই, চিনি, ডালডা, কিঁচমিছ, সাবান দিয়েছেন। তাদের আসল কাজ হলো-গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রবিবার সকালে এই বন্ধুবাজার কমিটির উপদেষ্ঠা আসাদ বলেন, পাশাপাশি মানবতার সেবায় অন্য ছাত্র ছাত্রী কে উদ্বুদ্ধ করার জন্য তিনি আহবান জানান।