আশাশুনির ট্রেন দুর্ঘটনায় আহত হাবিবুরের আকুতি:খেতে হচ্ছে ভিক্ষে করে
আশাশুনির হাবিবুর রহমান যশোরে ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে মানবেতর জীবন যাপন করছে। সরকারি সহায়তা না পেয়ে সে সকলের দোয়ারে দোয়ারে ভিক্ষে করে খেতে বাধ্য হচ্ছে।
উপজেলার সুভদ্রাকাঠি গ্রামের মৃত নূর ইসলাম সরদারের পুত্র হাবিবুর রহমান ২০১৯ সালে মে মাসে কাজের সন্ধানে যশোরে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছিল। শেষ পর্যন্ত তার ডা পাটি কেটে ফেলতে হয়। চ ল ও কর্মঠ হাবিবুর হয়ে যায় অক্ষম ও পর মুখাপেক্ষী। সেই থেকে চিকিৎসা খরচ যোগাতে যোগাতে তার সংসার এখন চরম বিপন্ন। হাবিবুর রহমান জানায়, আহত হওয়ার পর ইউপি চেয়ারম্যান তাকে ৫০০ টাকা সাহায্য করে ছিলেন। এখন সে চরম অভাব ও অনটনে জীবন যাপন করছে। সংসার সমালাতে তাকে পথে পথে ভিক্ষে করতে হয়। দীর্ঘ একটি বছরে কোন সরকারি সহায়তা তার ভাগ্যে জোটেনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তাকেও ঘরে থাকতে হযেছে। কোথাও ভিক্ষে করার পরিবেশ ছিলনা। সে আক্ষেপ করে বলে, সরকার মানুষের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে শুনেছি, কিন্তু তার ভাগ্যে এখনো ত্রাণ জোটেনি। সে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা পেতে আকুল আকুতি জ্ঞাপন করেছে।