দেশে ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এদের ছয়জন ঢাকায়, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছেন।
মৃতদের ছয়জন ষাটোর্ধ, চারজন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুইজন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১ থেকে ২০ এর মধ্যে। ১১-২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৬৬৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৩ হাজার ৫২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৪ হাজার ৫৮৬ জন।